ব্রেকিং নিউজ  
ক্লাস | শিক্ষার্থী |
---|---|
ষষ্ঠ-200 | 120 |
সপ্তম | 140 |
অষ্টম | 160 |
নবম | 120 |
দশম | 130 |
বিদ্যালয়ের নাম
EIIN: , MPO: , School Code-, স্থাপিতঃ ইং
বাংলাদেশ । মোবাইল নং-0000000000
ই-মেইলঃ-sample@gmail.com
প্রতিষ্ঠানের সার্বিক বাণীসমূহঃ
সভাপতির শুভেচ্চা বাণীঃ
সরকারের ডিজিটালাইজেশন উদ্যোগ বাস্তবায়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে একটি ওয়েবসাইট। বর্তমানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ওয়েবসাইট অধিকতর প্রয়োজনীয় হয়ে উঠেছে। একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট থেকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী- সকলেই আন্তর্জাতিক মানের শিক্ষা সেবা পেতে পারেন। এই প্রয়াসেই কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ব্যবস্থা তৈরি করা হয়েছে । প্রতিষ্ঠানকে ওয়েবসাইটের পাশাপাশি নিজস্ব ই-মেইল ব্যবস্থা, অনলাইন সোস্যাল মিডিয়া, ইউটিউবসহ সব ধরনের অনলাইন সেবার আওতায় আনা হয়েছে। পূর্ণাঙ্গ অনলাইন ব্যবস্থা নির্মাণকারী প্রতিষ্ঠান Nobo IT কে শিক্ষা ব্যবস্থার আধুনিকিকরণে কাজ করায় ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি জ্ঞান বিকাশে শহীদ স্মরণিকা বহুমুখী উচ্চ বিদ্যালয়, পাবনা কর্তৃপক্ষ নিজ উদ্যোগেই অনলাইন ব্যবস্থা গড়ে তুলতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টিকে ভালবেসে যারা এর নানাবিধ উন্নয়নে এগিয়ে আসতে চান তাদের জন্য এই ওয়েব সাইটটি একটি সেতু বন্ধনের কাজ করবে বলে আমার বিশ্বাস।
সভাপতি